ফেডএক্সের পণ্য সরবরাহ করবে নুরোর স্বচালিত যান
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ইউনাইটেড পার্সেল সার্ভিস বা ইউপিএস যখন ড্রোনের ব্যবহার পরীক্ষা করে দেখছে, তখন স্বচালিত গাড়িতে পণ্য পরিবহনের পাইলট প্রকল্প শুরু করেছে ফেডএক্স।
এজন্য রোবটিক্স স্টার্টআপ প্রতিষ্ঠান নুরোর সঙ্গে জোট বেধেছে প্যাকেজ ডেলিভারি প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, টেক্সাসের হিউস্টনে ফেডএক্সের ডেলিভারি নেটওয়ার্কে আগামী কয়েক বছর ধরে চলবে নুরোর স্বচালিত যান।
এমনটাই জানিয়েছেন নুরো'র পার্টনারশিপ প্রধান কোসিমো লেইপল্ড। আর এই প্রকল্পে নুরোর সরবরাহ যানগুলো অপেক্ষাকৃত সহজ কাজগুলো করবে বলে জানিয়েছেন ফেডএক্সের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের ভাইস প্রেসিডেন্ট রেবেকা ইয়ং।
তিনি জানিয়েছেন, গভীর রাতে সরবরাহ বা অপ্রচলিত জায়গায় পণ্য পাঠাতে নুরোর যানগুলো হতে পারে অসম্ভব সহায়ক। এর ফলে সরবরাহ নিয়ে মাথাব্যথা কমবে, চালক সংখ্যা নয়।
এদিকে ভিন্ন আরেকটি প্রকল্পে ফেডএক্স ডেকা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের অপেক্ষাকৃত ছোট রোবট যান রক্সো ব্যবহার করছে টেক্সাসেরই আরেক শহর প্লানো-তে।
অপরদিকে মার্কিন সুপারমার্কেট পরিচালনা প্রতিষ্ঠান ক্রোগার কোম্পানি এবং ডমিনাস পিৎজার জন্য ইতোমধ্যেই হিউস্টন এলাকায় কাজ শুরু করছে নুরোর যানগুলো। পাশাপাশি অ্যারিজোনা অঙ্গরাজ্যেও চলছে নুরোর পরীক্ষানিরীক্ষা।